জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি।
ভৈরবে ঢাকাগামী অনন্যা সুপার এক্সপ্রেস বাস থেকে মোফাজ্জল হোসেন (৪২) নামের এক যাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার বাড়ী কিশোরগঞ্জের হোসেন পুরে।
বাস কাউন্টার ম্যান আনোয়ার হোসেন জানান, আজ বিকাল আনুমানিক সাড়ে চারটার সময় ঢাকা যাবার উদ্দেশ্য কিশোরগঞ্জ থেকে অনন্যা পরিবহনে আরোহন করেন যাত্রী মোফাজ্জল হোসেন। বাসটি কটিয়াদি আসার পর বাসের হেলপার তাকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে। বাসটি ভৈরব কাউন্টারে এনে বিষয়টি কাউন্টারম্যান আনোয়ার কে জানানো হয়। আনোয়ার পুলিশ কে খবর দিলে ভৈরব থানার উপরিদর্শক শ্যামল কুমার নাথ তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির লোকজন তাকে চেতনা নাশক কিছু খাইয়ে তার মূল্যবান সামগ্রী লুটে নিয়ে নির্বিঘ্নে কেটে পড়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ত্তবায়দুর রহমান জানান তার অবস্থা আশংকা জনক । ভুক্তভোগীল স্বজনরা এলে তাকে ঢাকায় পাঠানো হবে।