Featured অপরাধ

ঢাকায় চুরি হওয়া মোটর সাইকেলটি এস.আই আলমগীর উদ্ধার করেছেন মুন্সিগঞ্জ থেকে

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্;) ঃ ডি.এম.পি পল্টন মডেল থানাধীন রাজারবাগ
পুলিশ হাসপাতালের ৩নং গেইট থেকে পঞ্চগড় জেলাধীন কাহারগঞ্জ গ্রামের মোঃ
আনোয়ার জাহিদ (৩৪) এর ব্যবহৃত এপাচি আর টি আর মডেলের মোটর সাইকেল
ঢাকা মেট্টো-ল-৩৬-৪৪৬১ চুরি হয়ে গেলে মোঃ আনোয়ার জাহিদ (৩৪) পল্টন মডেল
থানায় ২ জনকে আসামী করে মামলা নং-৪৫ তাং ২৭/১১/২০২৩ ইং ধারা ১৭৯ দায়ের
করিলে থানার ওসি থানার এস.আই মোঃ আলমগীর কবিরকে তদন্তভার প্রদান করেন।
অতঃপর দীর্ঘদিন তদন্তের পর গত মাসে মামলার এজাহার নামীয় আসামী মোঃ কালাম
মোল্লার ছেলে মোঃ হানিফ মোল্লাকে মতিঝিল থানাধীন ৫১নং ফকিরাপুল থেকে
গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ হানিফ মোল্লা (২৪) কে জিজ্ঞাসাবাদের পর
তাহার স্বীকারোক্তি অনুযায়ী আসামী ইথুন দেওয়ান ওরফে দেওয়ান নিরব (২৪) কে
মুন্সিগঞ্জ জেলাধীন মাওয়া এলাকা থেকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদের পর
মুন্সিগঞ্জ জেলার পদ্মা উঃ থানাধীন এলাকা থেকে গত ১৬ জানুয়ারী ২০২৪
উল্লেখিত মোটর সাইকেলটি থানার ওসি মোঃ মনির হোসেন মোল্লার নেতৃত্বে
এস.আই আলমগীর সঙ্গীয় ফোর্সদের নিয়ে এক অভিযান চালিয়ে উদ্ধার করেছে
বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী
বার্তার সহকারী সম্পাদক, দৈনিক নব অভিযানের বিশেষ প্রতিনিধি, সমাধান
টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ট সাংবাদিকতায় একাধিক
স্বর্ণপদক পুরষ্কার প্রাপ্ত লেখক-কবি, কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে
এক সাক্ষাতে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *