মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি এ স্লোগানে ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচার) নতুন কমিটির শপথ গ্রহণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
নিসচা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পী সমিতির সভাপতি চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বলেন, সড়কে আইন মেনে চালকরা গাড়ী চালালে দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে । পাশাপাশি জনগণ ও পথচারীদেরকে সর্তক হয়ে সড়কে চলতে হবে। কারন একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। তাই সড়কে চালক ও পথচারীদের আইন মেনে সাবধানে চলতে হবে । এছাড়া সন্তানদেরকে বাইক কিনে না দিতে অভিভাবকদেরও অনুরোধ জানান তিনি।
নিসচা ভৈরব শাখার আয়োজনে শনিবার সন্ধ্যায় বঙ্গ-বন্ধু হল রুমে নিসচা ভৈরব শাখার সভাপতি এসএম বাকি বিল্রঅহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান,সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, কেন্দ্রীয় কমিটির মহা সচিব মোঃ লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আমজাদ হোসেন প্রমূখ । অনুষ্ঠানরি সার্বিক সঞ্চালনায় ছিলেন, নিসচা ভৈরব শাখার সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন।
পরে ভৈরব পিঠা উৎসবে অতিথি হিসেবে যোগদেন নিচসার চেয়ারম্যান ও জন নন্দিত চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন ।