অপরাধ

ভৈরবে ছিনতাইকারীর কবলে পড়ে যুবক নিঃস্ব

রফিকুল ইসলাম রুবেল:

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন জামালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গত ১৩/০৩/২০২২ইং তারিখে সন্ধ্যায় কাইয়ুম মিয়া নামে এক যুবকের কাছ থেকে ছিনতাইকারী সাইদুল্লা মিয়া পিতা-মৃত আরিজ মিয়া ও মেরাজ মিয়া পিতা অজ্ঞাত নেতৃত্বে আরও জনের ৪/৫ সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীর দল নগদ ৭২( বাহাত্তর হাজার) টাকা একটি স্মার্টফোন মোবাইল ও একটি বাইসাইকেল ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী কাইয়ুম মিয়া জানান আমার বাইসাইকেল যোগে ৭২ হাজার টাকা সাথে নিয়ে পানাউল্লারচর আমার মালিকের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে জামালপুর ব্রিজ এলাকায় আসলে আগে থেকে ওতপেতে থাকা ছিনতাইকারী সাইদুল্লা পিতা মৃত আরিজ মিয়া ও মেরাজ মিয়া পিতা অজ্ঞাতসহ আরো ৪ থেকে ৫ জন আমার গতিরোধ করে আমাকে এলোপাথাড়ি মারধর করে আমার কাছে থাকা ৭২ হাজার,আমার ব্যবহৃত একটি স্মার্টফোন যার আনুমানিক বাজার মূল্য ৪৮হাজার টাকা ও আমার ব্যবহৃত সাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে মো: কাইয়ুম মিয়া বাদী হয়ে সাইদুল্লা মিয়া পিতা-মৃত আরিজ মিয়া ও মেরাজ মিয়া পিতা অজ্ঞাত গং দের নাম উল্লেখ করে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেন যা বর্তমানে ভৈরব থানার এসআই আবু সাঈদ তদন্ত করছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *