অপরাধ ভৈরব মাদক অভিযান

২৫ কেজি গাঁজা’সহ ১মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-৩, ভৈরব ক্যাম্প

 রিপোর্ট, মোঃ নাঈম মিয়া:

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব-১৪ সিপিসি-৩, ভৈরব ক্যাম্প অভিযান পরিচালনা করে মোঃ ইমন (৩৫) মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় ইঞ্জিন চালিত ভ্যান গাড়ী থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে। রবিবার সকালে ১০.০০ঘটিকায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ আক্কাছ আলী তার লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মোঃ ইমন (৩৫),নরসিংদী জেলার বেলাব থাানার নারায়ণপুর এলাকার মৃত এনায়েতুর রহমানের ছেল। ১২ মার্চ ২০২২ ইং তারিখ আনুমানিক ২৩.১০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন নাটাই পূর্ব পাড়া সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার দখলে থাকা ইঞ্জিন চালিত ভ্যান গাড়ী তাল্লাশী করিয়া ভ্যান গাড়ীটির বডির নিচে বিশেষ কায়দায় টিন দিয়ে তৈরী করা বক্স এর মধ্যে রক্ষিত অবস্থায় ১১টি বান্ডিল খাকি রংয়ের কস্টেপদ্বারা মোড়ানো মোট ২৫ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। উল্লেখ্য উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *