মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধিঃ আজ রোববার ২১ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামী মহানগর প্রভাতী ট্রেনটি থামানোর সময় ট্রেনের সামনে থেকে ৩য় বগিথেকে পিছনের বগি গুলির সংযোগ ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন চট্রগাম গামী ট্রেনের যাত্রীদের। ভৈরব রেলওয়ে ষ্টেশন সুত্রে জানায়ায়, ১৮টি বগি নিয়ে মহানগর প্রভাতী ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাত্রা করছিলো। ঢাক থেকে চট্রগাম গামী মহানগর প্রভাতি ট্রেনটি নিধারিত ৯ট ২০মিনিটে যাত্রা বিরতির সময় ভৈরব ষ্টেশনে থামানো সময় হঠাৎ বিকট শব্দে ইন্জিন থেকে ৩য় বগি থেকে পিছনের বগি গুলি সংযোগ ছিঁড়ে বিচ্ছিন হয়ে পড়ে। তখন রেলষ্টেশনে মেরামত করতে অনেক সময় লেগে যায়। নিধারিত সময়ের প্রায় ১ঘন্টা ৪০মিনিট পর যাত্রা বিল্মবে ট্রেনটি চট্রগ্রামে উদ্দেশ্য ভৈরব তেগ করে। এতে দুর্ভোগে পড়ে হয় চট্রগাম গামী ট্রেন যাত্রীদের। ভৈরব ষ্টেশন মাষ্টার মো: নূর-নবী জানান, চট্রগাম গামী মহানগর প্রভাতি ট্রেনটি নিধারিত সময়ে ৯ট ২০মিনিটে যাত্রা বিরতির সময় ভৈরব ষ্টেশনে থামানো সময় হঠাৎ বিকট শব্দে ইন্জিন থেকে ৩য় বগি থেকে পিছনের বগি গুলি সংযোগ ছিঁড়ে বিচ্ছিন হয়ে পড়ে। পড়ে ছিঁড়ে যাওয়া মেরামত শেষে ট্রেনের বগিটি আলাদা করে ভৈরবে থেকে ১১টা ১০মিনিটে ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে য়ায়,এতে কিছুটা যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
Related Articles
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মাদ নুনু মিয়া
মোঃ জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ লাখাই প্রতিনিধি হবিগঞ্জের লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মাদ নুনু মিয়া। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম মোহাম্মাদ নুনু মিয়া এর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। নবাগত ওসি মোঃ নুর মিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাতারগাও গ্রামে। ২০০৩ সালে আউট সাইড ক্যাডেট হিসেবে […]
আব্দুল লতিফ(RPC) ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার বিএমএসএফ এর ফুলেল শুভেচ্ছা
জেলা প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব উপজেলা শাখা পক্ষ থেকে আজ ২০ ডিসেম্বর রাতে সংস্থার ভৈরব শাখার সভাপতি ও এনপিএস সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারী জেনারেল মোঃ ছাবির উদ্দিন রাজু উনার সাথে মতবিনিময়ের পর সংগঠনের পক্ষ থেকে দূর্জয়মোড় অফিসে ফুলেল শুভেচছা সহ একটা কলম উপহার হিসাবে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নাগর টিভির চেয়ারম্যান শামসুল […]
মুরাদনগরে রামচন্দ্রপুর বাজারকে ইজারা মুক্ত করে দিলেন এমপি ইউসুফ হারুন
মুরাদনগর (কুমিল্লা ) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারের সকল ব্যবসায়ীদের ইজারা মুক্ত করে দিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। প্রায় দেড়শ’ বছরের পুরনো ওই বাজারটি নৌপথ ও স্থল পথের যোগাযোগের সুবিধা থাকায় নরসিংদী, বাঞ্ছারামপুর, নবীনগর, কসবা, হোমনা, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার লোকজন পাইকারী মালামাল সুলভ মূল্যে নিতে আসেন এখানে। তাঁত, পাট […]