মোঃ শাহনুর , ভৈরব প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের ভৈরব কিন্ডারগার্টেন এসোসিয়েশন অধিভুক্ত কিন্ডারগার্টেন সমূহের ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহনকারি ৬০টি স্কুলের বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্ককার বিতরনী অনুষ্টিত হয়েছে। আজ সোমবার বেলা এগারটায় উপজেলা মিলনায়তনে এ অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে ২৭ জন ট্যানেলপুল ও ২৮ জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ভৈরব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন। এছাড়াও বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী ফয়সাল, ভাইস চেয়ারম্যান আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আহমেদ, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক প্রতিষ্টাতা সভাপতি মাছুম বিল্লাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিবাবকবৃন্ধ উপস্থিত ছিলেন। শিক্ষার মানকে আরো গতিশীল করতে কোমলমতি শিশু শিক্ষাথৃীদের প্রতি শিক্ষকদের আরো যতœশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।
Related Articles
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনায় এক কৃষকের বাড়ি পুড়ে ছাই
আশরাফ আলী বাবু,চীফ রিপোর্ট: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগত টাকা সহ ৩টি গরু, ধান, পাট, শুকনো মরিচ ও বিভিন্ন কৃষি দ্রব্রাদী পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় আগুনে ১টি গরু সহ ২ জন আহত হয়। গত ৩১ আগষ্ট শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বীর কাশিমনগর গ্রামের […]
মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনায় বাজেট বরাদ্দ দাবি
নিজস্ব প্রতিবেদক : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ও মাধ্যমিক বিদ্যালয়ে পানি, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়নের জন্য সরকারের জারিকৃত পরিপত্র বাস্তবায়নে সংশ্লিষ্ট স্কুলগুলোতে এবং পরিবারেও মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনায় বাজেট বরাদ্দ প্রয়োজন। পাশাপাশি এ বিষয়ে ব্যাপক সচেতনতা প্রয়োজন। সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে গোলটেবিল আলোচনা সভায় এ দাবি জানানো হয়। বেসরকারি সংস্থা ডর্প ও মেনুস্ট্রয়াল […]
সংসদ সচিবালয় কর্মকর্তাদের স্পিকারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আ. ই. ম গোলাম কিবরিয়া, অতিরিক্ত সচিব ফরিদা পারভিনসহ ঊর্ধ্বতন কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।