হারুর অর রশিদ, ভ্রাম্যামান প্রতিনিধি:
ব্রাহ্মনবাড়ীয়ার সরাইলের বেড়থলায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় জৈষ্ঠ নায়েবে আমির হাফেজ যোবায়ের আহমেদ াানসারীর জনাযায় হাজারো মানুষের সমাগরে ঘটনায় সরাইল উপজেলার বেড়তলা, শান্তিনগর ও শীতাহরণ, আশুগঞ্জ উপজেলার বগইর ও খড়িয়ালা এবং সদর উপজেলার মলীহাতা ও বুধল গ্রামের ১৪ দিনের হোম কোয়ারাইন্টানে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সাথে ৮ গ্রাম কঠোর লকডাউনে আছে। সকল প্রকার দোকান, কাচা বাজার, ফার্মেসীসহ সবই ছিল লকডাউনের আওতায়। গতকাল সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রামের প্রবেশ দ্বারে পুলিশের পাহারা লক্ষ্য করা যায়।
এ সময় গ্রামের মানুষের সাথে কথা বললে তারা জানায় লকডাউনের কারনে তার খুবই সমস্যার মধ্যে দিনযাপন করছেন। ঘরে রান্না করার মত মাছ সবজি কিছুই কিনতে পারছেনা তারা।
সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন বলেন এই ক্রান্তিকালের মধ্যে সবাইকে সমন্বিত ভাবে সহযোগীতা করে চলতে হবে। সেই সাথে কর্তৃপক্ষের নিকট সাধারন মানুষের দুর্ভোগ যেন কিছুটা কমে সেদিখে খেয়াল যেন রাখে। সাবেক মেম্বার মোবারক আলী বলে অন্তত পক্ষে ২ ঘন্টা সময় কাচা বাজার বসার সুযোগ দিলে সাধারন মানুষ কিছুটা উপকৃত হবে। এছাড়াও হাজী মনজু মেম্বার, মোতালিব মেম্বার বলেন মানুষ খুবই কষ্টের মাঝে দিনাতিপাত করছে। এই ব্যাপারে কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার বলেন আট গ্রামের লোকজনকে আগামী ১৪দিন হোম কোয়ারাইন্টানে থাকার