রাজনীতি

কুলিয়ারচরের রামদী ইউপি নির্বাচনে সাংবাদিক মোছা. শুভ্রা’র প্রার্থীতা ঘোষণা

মুহাম্মদ ছাবির উদ্দিন রাজু, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ধাপের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকে রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোমর বেধেঁ ভোটের মাঠে লড়াইয়ে নেমেছেন কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, জাতীয় দৈনিক খোলা কাগজ ও স্থানীয় দৈনিক আমার বাংলাদেশ এর কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোছা. শুভ্রা। রামদী ইউনিয়নের অনন্ত মনোহরপুর রায়ান গ্রামের সুফি সাধক শাহ্ মুহাম্মদ লূৎফর রহমানের দ্বিতীয় কন্যা সকলের চেনা মুখ সাংবাদিক মোছা. শুভ্রা এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই তাঁর নির্বাচনী এলাকার প্রায় প্রতিটি গ্রামে ও পাড়ায় পাড়ায় গিয়ে গণসংযোগ করে ভোটারদের খোঁজ খবর নিচ্ছেন। চেষ্টা করছেন মানুষের সুখে দুঃখে পাশে থাকতে। নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিক মোছা. শুভ্রা তার সহকর্মী সাংবাদিকদের বলেন, আমি একজন সংবাদকর্মী হিসেবে কাজ করার সুবাদে মানুষের সমস্যাবলী খুব কাছ থেকেই দেখে আসছি। তৃনমূল পর্যায়ের জনপ্রতিনিধি, বিশেষ করে মেম্বার ও চেয়ারম্যানদের কাছে মানুষের প্রত্যাশা কি তা উপলব্ধী করার চেষ্টা করেছি। আর এই জন্যই আমার নির্বাচনে অংশ নেওয়া। মহান আল্লাহ পাক যদি রহমত করেন তবে আমি সর্ব অবস্থায় মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এ নির্বাচনকে ঘিরে রামদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরাও তাঁদের নিজেদের প্রস্তুতি গ্রহনের পাশাপাশি গণসংযোগ করে ভোটারদের মন জয় করার চেষ্টা করে যাচ্ছে। উল্লেখ্য, গত শনিবার (১৮ নভেম্বর) বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ঘোষিত তফসিল অনুযায়ী ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জানুয়ারী। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৬ জানুয়ারী, প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারী। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *