আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রার্থী জেয়ার বোলসোনারোকে নির্বাচনী র্যালিতে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বের রাজ্য মিনাস জেরেইসে জনাকীর্ণ অবস্থায় কট্টর ডানপন্থি ওই রাজনীতিবিদের ওপর হামলা চালানো হয়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্ত্রিক ইনজুরির জন্য জেয়ার বোলসোনারোকে অস্ত্রোপচার করতে হয়েছে। আশা করা হচ্ছে তিনি সুস্থ হয়ে উঠবেন।
মতাদর্শের কারণে বর্ণবাদ ও সমকামিতা বিরোধী এই বিতর্কিত নেতার ওপর ব্রাজিলে অনেকে ক্ষুব্ধ ছিল।
তবে সাম্প্রতিক নির্বাচনগুলোতে বোলসোনারোর অবস্থান বেশ শক্ত হয়েছে। আগাম জরিপে দেখা গেছে, যদি প্রাক্তন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কাটিয়ে নির্বাচনে ফিরতে না পারেন তাহলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বোলসোনারোই সর্বোচ্চ ভোট পেতে যাচ্ছেন।
তথ্য : বিবিসি