দেশজুড়ে

ফুলবাড়ী পল্লীতে ধানের জমিতে কিটনাশক খেয়ে ১৭টি হাঁসের মৃত্যু থানায় অভিযোগ।

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির লক্ষণপুর গ্রামে প্রতিপক্ষের জমিতে কিটনাশক দেওয়ায় কিটনাশক খেয়ে ১৭টি হাঁসের মৃত্যু। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির লক্ষণপুর গ্রামের মৃত মোবার মন্ডল এর পুত্র মোঃ নুরজামান মোল্লার গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে যানা যায়, একই গ্রামের মৃত ওয়াহেদ মন্ডলের পুত্র মোঃ সিদ্দিক মন্ডল (৫৫) তার জমিতে কিটনাশক প্রয়োগ করে। কিন্তু এলাকার কোন লোকজন জানতনা যে ঐ জমিতে কিটনাশক প্রয়োগ করেছেন। মৌখিক ভাবে এলাকার লোকজনকে মোঃ সিদ্দিক জানান আমার জমিতে কিটনাশক ব্যবহার করা হয়েছে। ফলে নুরজামান মোল্লার হাঁসগুলি গত বুধবার তার জমিতে গেলে কিটনাশক (বিষ) এর পানি খেয়ে ১৭টি হাঁসের মৃত্যু হয়। এতে তার প্রায় ৭০০০/- টাকার ক্ষতি হয়। উল্লেখ্য যে, নুরজামান মোল্লা মৃত্যু হাঁসগুলি সিদ্দিক মন্ডল এর বাড়িতে রেখে আসেন। সিদ্দিক মন্ডল তার বাড়িতে ৫টি হাঁস রেখে বাকি হাঁস অন্যত্র দুরে ফেলে রেখে আসেন। প্রতিবাদ করলে মোঃ সিদ্দিক মন্ডল মোঃ নুরজামান মোল্লাকে নানা ভাবে হুমকি প্রদান করেন। পরে নুরজামান মোল্লা জঙ্গলে ফেলে আসা ১২টি হাঁস এবং সিদ্দিক মন্ডল এর বাড়িতে থাকা ৫টি হাঁস নিয়ে মোট ১৭টি হাঁস উদ্ধার করে ফুলবাড়ী থানায় আনেন। বাদি মোঃ নুরজামান মোল্লা প্রতিকার চেয়ে অভিযোগ করেন। এ বিষয়ে ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ আশ্র্যাফুল ইসলাম সাংবাদিক কে জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অভিযোগ কারী মোঃ নুরজামান মোল্লা জানান সিদ্দিক মন্ডল খারাপ প্রকৃতির লোক তার কাছে ক্ষতিপুরন চেয়েছি। কিন্তু সে ক্ষতিপুরন দিতে নারাজ, উল্টা আমাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *