দেশজুড়ে

প্রধানমন্ত্রীর ঘোষনা আবাদহীন বাংলাদেশ, বাজিতপুরে তার উল্টো চিত্র, শত্রুতার জেরে কেটে ফেলা হয়েছে বিশাল কলাবাগান

 

সমাধান ডেস্ক:
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা, বাংলাদেশের ১ইঞ্চি জমিও যেন আবাদহীন না থাকে। করোনা মোকাবেলার অংশ হিসেবে সমগ্র দেশ আবাদের আওথায় আনার জন্য এই নির্দেশ দেন। এই ঘোষনার মধ্যেই কিশোরগঞ্জের বাজিতপুরের দিঘীর পাড় এলাকায় এক অসহায় কৃষকের ৩৫ শতাংশ জমিতে করা প্রায় ৫০০শত অঙ্কুর গজানো কলা গাছের বাগান ধ্বংশ করেছে দিয়েছে হাবিব গং নামে কিছু দুষ্কৃতিকারী। এই মহামারী পরিস্থিতিতে এমন জঘন্য কর্মকান্ড সমাজকে হতাশ করেছে। এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে অসহায় কৃষক যথাযথ সুষ্ঠু বিচার কামনা করছে। ঘটনার দিন সকালবেলা বাজিতপুর থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আসার পর পরই শুরু হয় আক্রমন এবং কলাবাগান ধ্বংশ করা। বাজিতপুর থানা থেকে ২০ মিনিট সময় লাগে ঘটনাস্থলে যেতে। কিন্তু এই ঘটনা সংবাদ পাওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তার পরদিন। এতে করে দেশে বৃদ্ধমান লকডাউন অমান্য করা হয়েছে এবং আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে বলে মনে করেন সুধী জনেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *