জীবনযাপন

নিষিদ্ধ এলাকায় নৌযান নোঙ্গর করে পন্য খালাস করায় রেল সেতু হমকির মুখে

সোহেলুর রহমান ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি:

সেতুর ২ শ মিটারের ভিতরে জাহাজ,বড় নৌকা,কার্গো নোঙ্গর করার, নিষেধাজ্ঞা থাকলেও ভৈরব মেঘনা নদীর উপর নির্মিত শহীদ আব্দুল হালিম সেতু ও সাবেক রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান রেল সেতুর মাঝখানে পিলারের সাথে লাগিয়ে খালাস করা হচ্ছে কয়লা।
ফলে সরকারের এ গুরুত্বপূর্ণ স্থাপনা(কে পি আই) ক্ষতিসাধন সহ হুমকির মুখে রয়েছে।


ভৈরব পুরাতন মেঘনা ফেরীঘাট এলাকায় কয়লা ব্যবসা কেন্দ্র গড়ে উঠায়, প্রতি বছর শুকনো মৌসুমে কয়লা আমদানি কারকগন জাহাজে করে কয়লা আমদানী করে।সরকারি ভাবে জাহাজ থেকে কয়লা খালাস করার জেটি নির্মাণ করে দেয়া হলেও প্রভাবশালী ব্যাবসায়ীগন নিজেদের ইচ্ছে মত রেল সেতুর পিলারের সাথে জাহাজ নোঙর করে কয়লা খালাস করে যা রেল সেতুর জন্য মারাত্মক হুমকি স্বরুপ।

এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমের বক্তব্য জানতে চাইলে তিনি আইনগত পদক্ষেপ নিবেন বলে সমাধান টিভির প্রতিবেদক কে জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *