বাংলাদেশ বিএনপি রাজনীতি

দুদক সরকারের দুর্নীতি ধোয়ার মেশিন : বিএনপি

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে দুর্নীতি দমন কমিশন দ্বিমুখী আচরণ করছে অভিযোগ করে প্রতিষ্ঠানটির কঠোর সমালোচনা করেছেন রুহুল কবির রিজভী।

শুক্রবার সংবাদ সম্মেলনে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী সরকারের আমলে ক্ষমতাসীনদের মুখে উন্নয়নের জোয়ার, আর কাজে দুর্নীতির পাহাড়। বড় পুকুরিয়া কয়লা খনিতে এত বিশাল পরিমাণ কয়লা লুটপাটের পর দুদক তদন্ত শুরু করেছে। যেন রোগী মরিবার পর ডাক্তার আসিলেন।’

‘আসলে দুদক তো সরকারের দুর্নীতি ধোয়ার মেশিন। আর বিরোধীদলের জন্য দুদক টর্চারিং মেশিন। দুদকের তদন্ত আইওয়াশ মাত্র’, বলেন তিনি।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, সরকারের পৃষ্ঠপোষকতায় এসব দুর্নীতি হচ্ছে।তিনি বলেন, ‘আসলে এই অবৈধ সরকারের আমলে মহা দুর্নীতি, সুপার দুর্নীতি, মেগা দুর্নীতিরই জয়জয়কার। শেয়ার মার্কেট থেকে শুরু করে পদ্মা সেতু হয়ে ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠান এবং প্রশ্ন ফাঁসের মাধ্যমে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরীক্ষা। সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার হাইপার দুর্নীতি মহা ধুমধামেই চলছে এই সরকারের পৃষ্ঠপোষকতায়।’

রিজভী বলেন, ‘কয়েক বছর ধরে লোপাট হয়ে গেল লক্ষ লক্ষ টন কয়লা, অথচ খনি কর্তৃপক্ষের টনক নড়েনি। কারণ খনি কর্তৃপক্ষই-শুঁড়ির সাক্ষী মাতাল। আবার বড় পুকুরিয়া কয়লা খনির বিপুল পরিমাণ কয়লা লোপাট হওয়া বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদাসীন থাকাটা রহস্যজনক। ক্ষমতাসীন মহলের গ্রিণ সিগন্যাল ছাড়া লক্ষ লক্ষ টন কয়লা অদৃশ্য হয়ে যায়নি।’

‘বেআইনি পন্থায়’ মাদকবিরোধী অভিযোন চালানো হচ্ছে দাবি করেন রুহুল কবির রিজভী বলেন, ‘এই অভিযান জনমনে আতঙ্কের হিম শীতল স্রোত বইয়ে দিচ্ছে। প্রতিদিনই বন্দুকযুদ্ধের  নামে চলছে মানুষ হত্যার উৎসব। বেআইনি কর্মকাণ্ড বেআইনি  পন্থায় দমন করা যায় না, প্রয়োজন হয় ন্যায়ভিত্তিক আইনের শাসনের প্রয়োগ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *