রাজনীতি

গুজবের ফ্যাক্টোরি হচ্ছে বিএনপির কার্যালয়: ওবাইদুল কাদের

বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বিএনপির প্রধান কার্যালয়কে ‘গুজবের ফ্যাক্টরি’ হিসেবে অভিহিত করেছেন।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র‌্যালির উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এই দলের কেন্দ্রীয় অফিস একটা গুজবের ফ্যাক্টরি। সেখান থেকে বসে বসে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপ্রপচার করছে।’

‘গুজব থেকে গণপিটুনি; এই গুজবের পেছনেও বিএনপির হাত রয়েছে। এদের যে গুজবের ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে অপপ্রচার চালানো হচ্ছে। তারা কী করছে, কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে; তা আমরা জানি। দেশে হচ্ছে, বিদেশেও হচ্ছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা সক্রিয়ভাবে এই ডেঙ্গু চ্যালেঞ্জ মোকাবেলা করছি। বন্যার চ্যালেঞ্জও মোকাবেলা করে যাচ্ছি। কিন্তু বিএনপি আজকে যেসব কথা বলে বেড়াচ্ছে, যেসব অপপ্রচার করছে এই অপপ্রচার করতে করতে দেশবাসীর আস্থা এমনভাবে হারিয়ে ফেলেছে যে, তারা এখন কোনো সত্য কথা বললেও বিশ্বাস করে না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা।

‘আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আজ তাদের নেত্রীর জন্য হা হুতাশ করছে। তাদের নেত্রীর শারীরিক অবস্থা যতটা না খারাপ, তার চেয়ে বেশি অপপ্রচার করছে। তারা আজ বেগম জিয়ার স্বাস্থ্য নিয়েও অপপ্রচার করছে। চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির কথা বলে না। কিন্তু বিএনপি বলে। কেন বলে, তা আমরা জানি।’

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘সারা দেশে সাম্প্রদায়িক অশুভ শক্তির যে তৎপরতা আছে, এই শক্তির তৎপরতা আপাতত নিস্ক্রিয় হলেও তারা শেষ হয়ে গেছে; এ কথা ভাবার কোনো কারণ নেই। তারা তলে তলে সক্রিয় রয়েছে।’

 

তিনি বলেন, ‘দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের নাগরিক হয়ে দেশের বিরুদ্ধে যারা কথা বলছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না এবং এদের সকলের কর্মকাণ্ড অপপ্রচারের মধ্যে যোগসূত্র আছে কি না-এই বিষয়টি আমাদের গভীরভাবে খতিয়ে দেখতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০২১, ২০৪১সহ সব পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোগে যুগোপযোগী, সুশৃঙ্খল স্মার্ট ও মডার্ন হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

র‌্যালি শুরুর আগে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন ওবায়দুল কাদের। র‌্যালিতে নেতৃত্বও দেন তিনি। এর আগে সংগঠনের নেতা-কর্মীরা ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, স্বেচ্চাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *