Featured বিনোদন

মুরাদনগরে জাতীয় কবি নজরুলের ১০২তম বিবাহ বার্ষকী উদযাপন

মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর কুমিল্লা, প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রেয়সী নার্গিস আরা খানমের ১০২তম বিবাহ বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার বিকালে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার বাঙ্গরা বাজার থানার দৈলতপুর গ্রামে নজরুল নার্গিস বিদ্যানিকেতন মাঠে বিবাহ বার্ষিকী উদযাপন করা হয়।
কবি পত্নী নার্গিস আরা খানমের ভাইপো মোঃ শাহ নেওয়াজ মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।
হুমায়ুন কবির খাঁনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট্য নজরুল গবেষক নার্গিস-নজরুল বিদ্যানিকেতনের সাবেক সভাপতি বাবু শ্যামা প্রসাদ ভট্টাচার্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহের হোসেন বিল্লাহ্,।
আব্দুর রউফ মুন্সির পৃষ্ঠপোষকতায় আরো উপস্থিত ছিলেননজেলা পরিষদের সদস্য মোসা. মমতাজ বেগম, আফজালুল নেছা বাসেত, নার্গিস-নজরুল বিবাহ বার্ষিকী উদযাপন কমিটির আহবাহক জাকির হোসেন, এড. রফিক আলম চৌধুরী, বাবলু আলী খান, জমশেদ মমিন, আলম সামস, নুরুল ইসলাম, আরিফ মাহমুদ জুয়েল, ফুরকান উদ্দিন, ভবন দেবনাথ প্রমুখ।
আলোচনা শেষে নজরুল নার্গিস শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুলের লেখা নাটক পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *