বিশেষ প্রতিবেদন

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?

মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি প্রতিনিধিঃ

একজন নাম নাজানা পাগল দিন দিন মৃত্যু তার দিকে এগিয়ে আসছে। পাগলের ১টি পায়ের কয়েকটি আঙ্গুল সহ ৩০% পঁচন ধরেগেছে। বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন তা পা বাঁচাতে হলে তার পায়ে অপারেশন অত্যন্ত জরুরী। বর্তমানে ভৈরব বাসস্টেন্ড দূর্জয়মোড় ২ দিন যাবৎ বিনা চিকিৎসায় পড়ে আছে, যার চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল হতে পারে,

তাই সমাজের হৃদয়বান দানশীল,প্রবাসী ও মানবিক ব্যক্তিদের কাছে পাগল কে বাঁচাতে এগিয়ে আসার আকুল আবেদন জানাচ্ছি।

ভৈরব বাসস্টেন্ড ডাচ বাংলা এজেন্ট ব্যাক ম্যানেজার জানান, ২ দিন যাবৎ আমার ব্যাংকের সামনে পড়ে আছে মানবিক দৃষ্টিকে অভিভাবকহীন পাগলের চিকিৎসায় সমাজের সকল শ্রেণীর মানুষ কে এগিয়ে আসার আহ্বান জানান, সাংবাদিক সামিম আহমেদ সহযোগিতা সহ একটি প্রতিবেন করার কথা বলেন,নাগর ফাউন্ডেশনের চেয়ারম্যান বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন,সকলের অনুরোধ এনপিএস মানবতার ঘর ভৈরব এর সমন্বয় কারী তার পক্ষ হয়ে ফেইসবুকে একটি বিকাশ নাম্বার দিয়ে পোস্ট দেন,তাকে দেখে কিছু সাহায্য করার অনুরোধ রইল, এনপিএস মানবতার ঘর ভৈরব এর পার্সনাল বিকাশ নাম্বারে ০১৯৩৩৬৮২৪৯২ আসুন মানবতার কল্যাণে কিছু সাহায্য করি অভিভাবকহীন পঁচনশীল পাগলের জন্যে।

ওনার ব্যাপারে বিস্তারিত জানতে ০১৭১৬১২৪৮৯২ যোগাযোগ করতে পারেন।

– এ মানবিক আবেদনে সাড়া প্রদানের জন্য আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ করছি। এবং অবশ্যই পোস্ট’টা সবাই শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *