জাতীয়

এইচ.এস.সি ও সমমান পরীক্ষা-২০১৯ এর ফল প্রকাশ

 

সমাধান ডেস্ক: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

১০ বোর্ডের পাসের গড় হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। গতবার এ হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ।

এবারের মোট জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশকালে এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, এ বছর ১০ শিক্ষা বোর্ডে এইচএসসিতে মোট পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এর মধ্যে ৮ সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাস করেছে ৭১ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৪৩ জন। আর কারিগরি বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৩৬ জন।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এদের মধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ এবং ছাত্রী ৬ লাখ ৮৭ হাজার ৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *