জাতীয়

চলে গেলেন বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আজাদ

নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবের রাজনীতিবিদ ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোশাররফ হোসেন আজাদ চলে গেলেন না ফেরার দেশে। গত ১৬ জুন মঙ্গলবার বিকেল ৪টায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর উনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে বহু আত্নীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের নামাজের জানাযা আগামী কাল সকাল ১০ টায় তার বাড়ির মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার শেষে ভৈরব পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে । মোশাররফ হোসেন আজাদ ভৈরবের সম্ভ্রান্ত মুসলিম পরিবার হাজী কাদির বেপারির নাতী ও মরহুম হাজী সৈয়দ লাল মিয়ার পুত্র তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । তার এই দীর্ঘ জীবনে তিনি স্বাধীনতা যুদ্ধের একজন বীরনায়ক,ভৈরব পৌর আওয়ামী লীগ এর উপদেষ্টা, রফিকুল ইসলাম মহিলা অনার্স কলেজ এর গভর্ণিং বডির অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করেন । এছাড়া তিনি ইতিপূর্বে হাজী আসমত কলেজ এর গভর্ণিং বডির সদস্য ও ভৈরব বাজার পৌর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দায়িত্ব পালন করেন ।ভৈরবের সকল মহলের প্রিয় মানুষ মোশাররফ হোসেন আজাদ এর মৃত্যুর খবর ভৈরবে ছড়িয়ে পড়লে ভৈরবে সর্বত্র শোকের ছায়া নেমে আসে ।মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া , ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার ফরহাদ আহমেদ, রফিকুল ইসলাম মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ শরীফ উদ্দিন আহমেদ ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন সহ ভৈরবের ব্যবসায়ী নেতৃবৃন্দ, মুক্তিযোদ্বা সংসদ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *