জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
৬ টি আগ্নেয়াস্ত্র , অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও ৩ রাউন্ড গুলিসহ মোঃ কাজল মিয়া (৪৮) কে আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সদস্যগণ। কাজল ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধিন ভাদুঘর ভ’ইয়াপাড়া এলাকার মৃত হারুন মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে ভোর বেলা ভাদুঘর ভুইয়াপাড়া এলাকার জনৈক মান্নানের বাড়ী সংলগ্ন এলাকা থেকে কাজল মিয়া (৪৮)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির ব্যাগ তল্লাশী করে স্থানীয়ভাবে তৈরীকৃত ০৬ টি আগ্নেয়াস্ত্র (পাইপ গান), অস্ত্র তৈরীর সরঞ্জামাদী ও ০৩ রাউন্ড গুলি (রাবার বুলেট) উদ্ধার করা হয়।
সে দীর্ঘদিন যাবত তার নিজ বাড়িতে বসে নিজে পাইপগান তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে র্যাবের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে বলে র্যাব জানান। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মাদক আইনে ০১ টি মামলা চলমান রয়েছে।