অপরাধ

ভৈরবে তিন ইলিশ বিক্রেতাকে জরিমানা: ৭৫ কেজি ইলিশ জব্দ

জয়নাল আবেদীন রিটন , বিশেষ প্রতিনিধি:

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির অপরাধে ভৈরবে পংকু মিয়ার বাজার থেকে ৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ইলিশ মাছ বিক্রির দায়ে নুরু মিয়া,আরশ মিয়া ও গোলাপ মিয়াসহ ৩ মৎস্য ব্যবসায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমান আদলতে।
এ সময় সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আঃ লতিফ । ভ্র্যম্যমান আদালতকে সহযোগিতা করেন ভৈরব নৌ-পুলিশ ।এ সময় ভ্র্যম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, মা ইলিশ রক্ষায় সবাইকে আইন মেনে চলতে হবে । তা না হলে আমরা ইলিশ পাবোনা । কিন্তু কেউ যদি আইন অমান্য করে মাছ ধরা,বিক্রি মজুদ ও পরিবহন করে তাহলে তাকে জেল অথবা জরিমানা করা হবে । পরে জব্দকৃত ইলিশ হাজী আসমত ,জোবায়দা ওয়াজির, লক্ষীপুর ও কালিপুরসহ ৪টি এতিমখানায় বিতরন করা হয় ।
উলে­্যখ্য ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা,বিক্রি,মজুদ ও পরিবহন নিষেধাজ্ঞা করেছে মৎস্য অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *