ভৈরব ( কিশোরগঞ্জ ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব বাজারে অবস্থিত ২৫০ বছরের পুরনো কালী মন্দিরের দোকান ভিট অবৈধভাবে দখল করার অভিযোগ করেন কালি মন্দিরের সেবায়ত গোপাল চক্রবর্তী। তিনি অভিযোগ করে জানান ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো: নান্নু মিয়ার ছেলে মো: মনির মিয়ার কাছে মাসিক ৫০০০ ( পাঁচ হাজার ) টাকার চুক্তিতে কালিমন্দিরের দোকানের ভিট ভাড়া দেওয়া হয়। কালিমন্দিরের দোকান ভিট ভাড়া নেওয়ার পর মো: মনির মিয়া কয়েক বছর ঠিকঠাক ভাবে ভাড়া পরিশোধ করলেও গত এক বছর যাবৎ ভাড়া নিয়ে তালবাহানা শুরু করে গত ০৭/০৭/২০২২ ইং তারিখে কালিমন্দির সেবায়ত গোপাল চক্রবর্তীকে কিছু না জানিয়ে (১)মোঃ মাহফুজ মিয়া পিতামৃত শামসুদ্দীন (২) মোঃ জুয়েল মিয়া পিতামৃত শাহজাহান মিয়ার কাছে জবরদখল করার উদ্দেশ্যে দোকান ভিট বুঝিয়ে দিয়ে মো: মনির মিয়া লাপাত্তা বলে যান। মো: মাহফুজ মিয়া ও জুয়েল মিয়ার কাছে দোকানের বিষয়ে কালিমন্দিরের সেবায়ত জানতে চাইলে তাকে অবৈধভাবে দখল করার উদ্দেশ্য গালাগালি সহ হত্যা করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কালীমন্দিরের সেবায়ত গোপাল চক্রবর্তী। কালী মন্দিরের দোকান ভিট অবৈধভাবে জবরদখল করার অভিযোগে ভৈরব থানায় তিনি লিখিত একটি অভিযোগ দায়ের করেন বলে জানান গোপাল চক্রবর্তী। অভিযোগের বিষয়ে ভৈরব থানায় যোগাযোগ করা হলে ভৈরব থানা পুলিশ সূত্রে জানান মন্দিরের দোকান ভিট অবৈধভাবে দখলের একটি অভিযোগ থানায় করা হয়েছে, তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানায় ভৈরব থানা পুলিশ।