মোঃ নজরুল ইসলাম, কুমিল্লা, মুরাদনগর, প্রতিনিধি…
কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা গাইটুলি,নহল,ভুবনঘর,ভাগলপুর,রায়তলা,আড়ালিয়া,পরমতলা গ্রামে আজ ১ (এপ্রিল)রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় জাগ্রত সিক্সটিন সংগঠন এর পক্ষ থেকে একশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠন এর সদস্যরা।
প্রতিটি প্যাকেট এর মধ্যে ছিলোঃ ছোলা,ডাবলি,বুটের ডাল, চিনি,খেজুর, মুড়ি।
রমজানের শুরুতেই ইফতার সামগ্রী পেয়ে খুশি হয়েছে উপকারভোগী পরিবার গুলো।জাগ্রত সিক্সটিন সংগঠন এর সভাপতি রাশেদুল আলম (রাশেদ) বলেন অসহায় হতদরিদ্র দিনমজুর পরিবারের সচ্ছলতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সবসময় জাগ্রত সিক্সটিন,তারই ধারাবাহিকতায় আজ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই এই সংগঠন এর একমাত্র লক্ষ্য।
এই মহতি মানবিক কাজে যারা সহযোগিতা করেছিল দেশে এবং প্রবাসে থেকে তাদেরকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো।
বিতরণ এর সময় উপস্থিত ছিলেন জাগ্রত সিক্সটিন সংগঠন এর সভাপতি ভূঁইয়া,সোহেল ভূঁইয়া,সিহাব ভূঁইয়া,লিছান ভূঁইয়া,রিমন ভূঁইয়া,মেহেদী ভূঁইয়া,ফয়েজ সরকার,সাইদুল মোল্লা, সাজ্জাদ, আরাফাত সরকার, ইয়াসিন প্রমুখ।