মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্):
ডিএমপি লালবাগ থানার অফিসার ইনচার্জ কে.এম আসরাফ উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন পি.পি.এম এর সার্বিক সহযোগীতায় পুলিশ পরিদর্শক অপারেশন মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা, এস.আই মোঃ মাসুদুর রহমান, এস.আই মোঃ সরোয়ার হোসেন এস.আই কৃষ্ণ চন্দ্র মিত্র, এ.এস.আই মোঃ বাবুল হোসেন ও এ.এস.আই মোঃ শহিদুল ইসলাম সহ থানার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ পৃথক অপরাধ ও মাদক বিরোধী অভিযান চালিয়ে গত (এপ্রিল) মাসে বিভিন্ন অপরাধৈর দায়ে মোট ২৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাদক মামলায় ৯জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী ১৪ জনকে নারী নির্যাতন, চুরি, ও প্রতারণাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ২৪ ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক এবং সততা ও বস্তুনিষ্ট সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত লেখক-কবি ও কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।
![](https://somadhantv.com/wp-content/uploads/2021/05/eeee.jpg)