জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি ॥
ভৈরবেরে মেঘনা নদীতে নৌ পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত ৫ টি গরু উদ্দারসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ভৈরব নৌ-পুলিশ ফাড়ির সদস্যরা। পরে উদ্ধারকৃত চুরি হওয়া গরুর মালিক কৃষক আঃ রহিম ও তার মেয়ে মমতা বেগমের কাছে বাজিতপুর থানা পুলিশের মাধ্যমে বুঝিয়ে দেয় নৌ-থানা পুলিশ ।
নৌ-থানা পুলিশ জানায় , আজ বুধবার ভোরে আগানাগর ইউনিয়নের খলাপাড়া নামক স্থানে মেঘনা নদীতে পুলিশ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্ত্বিতে এলাকাবাসির সহযোগিতায় নৌকা বোঝাই গরুসহ চোর চক্রকে পুলিশ ধাওয়া করে। পুলিশের ধাওয়ায় খেয়ে চোর চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ২টি গরুসহ ২ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আটককৃতদের স্বীকারোক্তিতে অনুযায়ী লুন্দিয়া গ্রামের ১টি বাড়ীতে অভিযান চালিয়ে আরো ৩টি গরুসহ চক্রের আরো ৩ সদস্যকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হলো বকুল মিয়া, সাইফুল ইসলাম, সুলতান মিয়া, ফারুক মিয়া-১ ও ফারুক মিয়া -২ । পুলিশ আরো জানায় মঙ্গলবার দিবাগত রাতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের কৃষক আঃ রহিমের বাড়ীর গোয়াল ঘর থেকে গরু গুলো চুরি করে রাতের আধারে নৌকাযোগে ভৈরবে আনার পথে পুলিশ গরুসহ তাদের গ্রেফতার করে ।
এ বিষয়ে ভৈরব নৌ-থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য । এর আগে এ চক্রের ১০ জনকে ১০ টি গরুসহ আমারা গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করি । আজকের এ ঘটনায় বাজিতপুর থানায় আঃ রহিম মিয়া বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন ।