জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি:
দেশের বন্দর নগরী ভৈরবে দেশীয় পাদুকা শিল্প উন্নয়নে কর্মশালা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পপি পেইজ সু ভেল্যু চেইন প্রজেক্টের উদ্যোগে আজ বুধবার সকালে উপজেলা মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পাদুকা শিল্প উদ্যোক্তা, এবং স্থানীয় পাদুকা কারখানার ঝুকিঁ এড়ানোসহ মালিক ও শ্রমিকদের সচেতনতা মূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুলাহ মিয়া। ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন, পৌর মেয়র এডভোকেট ফখর“ল আক্কাছ ও উপজেলা মহিলা ভাইস চেয়রাম্যান মনোয়ারা বেগম। এসময় পাদুকা শিল্পের বজর্য ব্যবস্থাপনা ও পাদুকা উৎপাদনে যান্ত্রিকি করণ এবং পপি’র বিভিন্ন উন্নয়ন কর্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য দেন, পপি পেইজ সু ভেল্যু চেইন প্রজেক্টের প্রকল্প ম্যানেজার শাহ নাজমুল হক। এছাড়াও কর্মশালায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্, ফায়ার সার্ভিসের লোকজন ও ইন্সুরেন্সকমর্ীসহ প্রজেক্টের কর্মকতার্-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি তার বলেন, দেশে বহৎতম শিল্প হল গার্মেন্টস শিল্প। আর গার্মেন্টস শিল্পের পরেই আমাদের দেশীয় পাদুকা শিল্প। কিন্তু অধিক মুনাফার লোভে নিম্নমানের দেশীয় পাদুকা উৎপাদনের ফলে এই শিল্পে এখন দুর্দিন চলছে। তাছাড়া বাজারে চায়না, থাইল্যান্ড ও ভারতের পাদুকা আমাদের তুলনায় মান সম্পন্ন ও টেকসই। যদি এমন অবস্থা চলতে থাকে, তাহলে আমদের পাদুকা শিল্প ধ্বংসের দিকে চলে যাবে। তাই, বিশ্ব বাজারে টিকে থাকতে হলে অবশ্যই গুনগত সম্পন্ন পাদুকা তৈরী করতে হবে। এছাড়াও কর্মশালায় পাদুকা শিল্পের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারী শ্রমিক বৃদ্ধি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও আলোচনা করেন বক্তারা।