রাজনীতি

ভৈরবে নৌ থানার ওসির বিরুদ্ধে জেলেদের মানববন্ধন

 

সমাধান  ডেস্ক:

নদীতে জেলেদের কাছে চাঁদাদাবী মৎস আহরনের সরঞ্জামাদি নিয়ে যাওয়া ও জেলেদের মারধরসহ নানান অভিযেগে ভৈরব নৌ থানার ওসি তরিকুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইজারাদার ও মৎসজীবিরা। আজ বৃহস্পতিবার সকাল দশটার সময় ভৈরব পৌরসভার সামনের এ মানববন্ধন অনুষ্টিত হয়। ইজারাদার আহাম্মদ মিয়ার নেতৃত্তে এ মানবন্ধন শতাধিক জেলেরা অংশ গ্রহন করেন।

মানবন্ধনে ইজারাদার ও মৎস্যজীবিরা বলেন, ভৈরব উপজেলার ইজারাকৃত ব্রহ্মপুত্র নদী জলমহালে মৎস্য আইন মেনে মাছের জন্য অভয়াশ্যম নির্মাণ করায় ভৈরব জল থানার ওসি তরিকুল ইলাম কর্তৃক ইজারাকৃত জল মহালের মাছের অভয়াশ্রম ভেঙ্গে ফেলাসহ মাছের ক্ষতি সাধন করায় ওসি তরিকুল ইলামের বিচারের দাবীতে মানবন্ধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *