জাতীয়

ভৈরবে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ২ জনসহ ৩ জন গ্রেফতার

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধিঃ
ভৈরবে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । এদের মধ্যে চেক জালিয়াতির মামলায়  ১ বছরের সাজাপ্রাপ্ত নুর মোহামদকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানায় শ্রী-নগর গ্রামের ইসমাইল মিয়ার পুত্র আলী আকবর (৩০ ) কে ২০১১ সালে গাজঁাসহ গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ । একই সালে শহরের লক্ষীপুর গ্রামের তারা মিয়ার পুত্রকে গাজাঁসহ গ্রেফতার করে নরসিংদী সদর থানা পুলিশ । পরে পুলিশ বাদী গ্রেফতারকৃতদের বির“দ্ধে স্ব-স্ব থানায় পৃথক পৃথক মাদকদ্রব্য আইনে ২ টি মামলা দায়ের করে । মামলা দায়েরের পর আসামিরা জামিনে বের হয়ে দীঘৃদিন পলাতক থাকার পর আসামিদের অনুপস্থিতিতে কিশোর গঞ্জ জেলা ও দায়রা জজ আলী আকবর কে ৩ বছরের সাজা প্রদান করেন । এছাড়া নরসিংদী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসামী শফিকুল ইসলামের অনুপস্থিতিতে ৬ মাসের সাজা ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড রায় প্রদান করেন । ভৈরব থানার ওসি মোঃ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পলাতক সাজাপ্রাপ্ত ৩ জনকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *