জাতীয়

ভৈরব ষ্টেশনে হকারদের সাথে অসৌজন্য মূলক আচরণ


জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি
ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে বিনা নোটিশে হকারদের উচ্ছেদ করতে তাদের মালামাল ছুড়ে ফেলে দেয়াসহ হকারদের সাথে অসৌজন্য মূলক আচরণ করেছে বলে ষ্টেশনের হকাররা অভিযোগ করেছেন ঢাকা বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা শওকত জামিলের বিরুদ্ধে। এ সময় সাথে ছিলেন রেলওয়ে পুলিশ, নিরাপত্বা বাহিনী ও রেলওয়ে কর্মচারিবৃন্ধ।গতকাল বৃহস্পতিবার রাতে ভৈরব রেলওয়ে ষ্টেশনের ২নং প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

ঢাকা বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা শওকত জামিল ষ্টেশনের ২ নং প্লাটফর্মে হঠাৎ উপস্থিত হয়ে প্রায় বিশ ত্রিশটি দোকানপাট তছনছ করে দেন এবং হকারদের সাথে অসৌজন্য মূলক আচরণসহ তাদের সব মালামাল ফেলে দেন। আপেল, কলা ডাব , তরমুজ, ভাসমান ভাতের দোকান ও ঝালমুড়ির দোকান প্লাটফর্মে ছুড়ে ফেলে দেন। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ভুক্তভোগী হকাররা। হকারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমাদেরকে দু মিনিটের সময়ও দেননি তিনি। হঠাৎ করে এসে আমাদের এ ক্ষতি সাধন করেছেন। আমরা গরীব মানুষ। আমরা দিনে দিনে খাই। এখানে সারাদিন বিভিন্ন রকমের মালামাল বিক্রয় করে পরিবার পরিজনের আহার যোগার করি। আজকের এ ঘটনায় আমাদেরকে আগামীকাল পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। এক পর্যায়ে ষ্টেশনের হকাররা বিক্ষোব্ধ হয়ে উঠলে প্লাটফর্মে কর্মরত রেলওয়ে কর্মচারি, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সহায়তায় অপ্রীতিকর ঘটনার হাত থেকে রক্ষা পান বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা শওকত জামিল।

ভৈরব রেলওয়ে হকার সমবায় সমিতির সহ-সভাপতি মো ঃ চাঁন মিয়া বলেন, আমরা ভৈরব ষ্টেশনে বইসা বইসা কখনো ঝাল মুড়ি , কখনো কিছু ফল বিক্রি করি । এই সব বিক্রয় করে আমাদের জীবন জীবিকা চলে। আমার এই মালগুলো যে ফেলে দিল এতে করে কালকে আমার বাড়িতে যে পরিবারের সদস্যদের জন্য কিছু বাজার করব সে টাকাতো আর নেই। এই মালগুলো বিক্রয় করে সকালে আমি বাজার থেকে সদায়পত্র কিনে নিয়ে যেতাম।

বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা শওকত জামিল বলেন, প্লাটফর্মে অবৈধ হকারদের কারণে যাত্রীদের চলাচলে অসুবিধা ও নিরাপত্বা বিঘিœত হচ্ছে। যাত্রীরা স্বাচ্ছন্দে ট্রেনে উঠানামা করতে পারছেনা চলাফেরা করতে পারছেনা। প্রচুর পরিমানে অবৈধ হকার এখানে রয়েছে। ষ্টেশনের পরিবেশ তারা নষ্ট করতেছে। তাদেরকে বার বার কলঅ হচ্ছে তোমরা এখানে বেচাবিক্রি করনা। এখানে অবৈধ লোকজন কেন থাকবে। এখানে ভাসমান লোকজন থাকতে পারেনাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *