দেশজুড়ে

২১ আগষ্ট গ্রেনেড হামলা মুরাদনগরে দোয়া ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মো: নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নেতা-কর্মীদের হত্যা করে নেতৃত্ব শূণ্য করার উদ্দেশ্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোয়া ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ। শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ওই প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, আবুল কালাম আজাদ, বাঙ্গরা বাজার যুবলীগের আহবায়ক নাইয়ুম খান, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল, কেন্দ্রিয় মৎস্যজীবী লীগের সদস্য রাজিব মুন্সী, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক হাসান মিয়া, মাহফুজুর রহমান বাকির, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, কৃষকলীগ বাঙ্গরা বাজার থানার আহবায়ক আবু মুছা আল-কবির, উপজেলা যুবলীগের সদস্য আরিফুল ইসলাম শাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব সেলিম সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম তুহিন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য আশরাফুল ইসলাম মেম্বার, মহিলা আওয়ামীলীগ নেত্রী কুলসুম হাসান মিতু ও মমতাজ বেগম মেম্বার প্রমুখ।
এসময় বক্তারা ২১ আগষ্টের গ্রেনেড হামলায় জড়িত সকল আসামীদের শাস্তির পাশাপাশি মুরাদনগর উপজেলার সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কে দেশে ফিরিয়ে নিয়ে এসে তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করার জন্য দাবি জানান।
প্রতিবাদ সভার শুরুতে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনার্থে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *