Featured রাজনীতি

১ মাস কারাভোগের পর জামিন পেলেন ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আঙ্গুর

মোঃ রফিকুল ইসলাম রুবেল,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে ১ মাস ৪ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলহাজ্ব নিয়াজ মুর্শেদ আঙ্গুর

রোববার (২৭ আগস্ট) কিশোরগঞ্জ জেলা কারাগার
থেকে তিনি জামিনে মুক্তি লাভ করেন।জামিনে বের হওয়ার পর বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নিয়াজ মোর্শেদ আঙ্গুর বলেন, এই স্বৈরাচারী সরকারের দেশ থেকে পালানোর সময় হয়ে গেছে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। জেল খেটে এসেছি, জেল কোনো ভয়ের জায়গা না। জেল মানুষের জন্য, জেল রাজনীতির জন্য। রাজনীতি করলে জেলে যেতেই হবে। আমরা এখন আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে দেশ থেকে বিতাড়িত করব।

এর আগে গত ২৬ জুলাই বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে নিয়াজ মোর্শেদ আঙ্গুরকে সাদা পোশাকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বিস্ফোরক আইনে মামলা দিয়ে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *