রাজনীতি

১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ভৈরবের রাজনৈতিক ব্যক্তিবর্গরা

সমাধান ডেস্ক: জাতীয় শোক দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে শোক দিবসের উল্লেখ যোগ্য কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট সকালে সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারি -বেসরকারি ও স্থায়িত্ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত করে উত্তোলন করা হবে। পরে সাড়ে আটটায় উপজেলা পরিষদ চত্ত্বর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

সকাল নয়টায় উপজেলা মিলনায়তন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে ১৪ আগস্ট অনুষ্ঠিত ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার ফলাফলের পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও ভৈরবে সকল মসজিদ, মাদ্রাসায় বাদ যোহর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *