বিশেষ প্রতিবেদন

সারাদেশের ন্যায় ভৈরবেও চলছে নৌ ধর্মঘট

 

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:

সারা দেশের ন্যায় নৌযান শ্রমিকদের ১১দফা দাবীতে ডাকা ধর্মঘটের কারনে ভৈরবেও নৌ ধর্মঘট চলছে। এর প্রভাবে ভৈরব নদীবন্দর অচল হয়ে পড়েছে। ভৈরব ঘাটে কয়েক হাজার নৌযান শ্রমিক বেকার হয়ে অলস সময় পার করছেন। ভৈরব থেকে কোন নৌযান পণ্য নিয়ে রাজধানীসহ হাওড় অঞ্চলে যায়নি। বন্ধ রয়েছে নৌযান থেকে সার, কয়লা, তেল সরবরাহ। ঘাটে নোঙ্গর করে রয়েছে অর্ধ শতাধিক নৌযান । এ সকল নৌযানের অধিকাংশ নৌযান দিয়ে তেল পরিবহন করে থাকে। ভৈরব থেকে প্রায় তেরটি জেলায় তেল সরবরাহ করা হয়। মজুদকৃত তেলে আজ থেকে চার পাঁচ দিন চলবে বলছেন তেল ব্যবসায়ীরা। ধর্মঘট দীর্ঘ হলে তেলের জন্য নৌ ও সড়ক পথের সকল ধরনের যান বাহন বন্ধ হয়ে যাবে। নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারনে ব্যবসায়ীরা ক্ষতির মধ্যে পড়বে বলে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন। আমাদের এগার দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলতে থাকবে বলছেন নৌযান শ্রমিকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *