মো:আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার: রেলওয়ে কর্মীদের কোয়ার্টার নিয়ে চট্টগ্রামে চলছে নজিরবিহীন অবৈধ বাণিজ্য। কাগজে কলমে খালি, অথচ বাসায় দিব্বি থাকছে মানুষ। বরাদ্দ না থাকা এমন অন্তত আটশো বাসা ভাড়া দিয়ে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু চক্র। অথচ বিদ্যুৎ, গ্যাস, পানিসহ এসব বাসার রক্ষনাবেক্ষণে বছরে প্রায় কোটি টাকা খরচ হচ্ছে। তারপরও কোন ব্যবস্থা নিচ্ছেনা কর্তৃপক্ষ। কাগজে কলমে বাসাটি পরিত্যক্ত। তাই নেই বিদ্যুতের মিটারও। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন, ভিতরে চলছে ফ্যান-লাইট। থাকছে মানুষও। এই চিত্র চট্টগ্রাম নগরীর টাইগারপাস রেল কলোনীর তৃতীয় শ্রেনীর কর্মচারীদের কোয়ার্টারে। শুধু এটিই নয়, বরাদ্দহীন বাসায় এভাবে অবৈধভাবে থাকছে আরো অনেকে। রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে বিভিন্ন ক্যাটাগরিতে রেলের বাসা আছে পাঁচ হাজার। যারমধ্যে আটশোই খালি। আইন অনুযায়ী এসব বাসা সিলগালা থাকার কথা। কিন্তু বাস্তবে কোথাও নেই সিলগালার অস্তিত্ব। স্থানীয় প্রভাবশালীরা সিলগালা ভেঙ্গে ভাড়া দিয়েছে এসব বাসা। অনুসন্ধান বলছে, সরকারি দলের নাম ভাঙ্গিয়ে এই কলোনীতে প্রায় সবকটি খালি বাসা ভাড়া দিয়েছেন হারুনুর রশীদ মুন্না নামে এক যুবক। নিজে রেলকর্মী না হয়েও থাকছেন রেলের কোয়ার্টারে। আর অন্তত ১৩৫টি খালি বাসা ভাড়া দিয়ে প্রতিমাসে পকেটে পুরছেন গড়ে কমপক্ষে দশ লাখ টাকা। তথ্য অনুযায়ী, মানভেদে এসব বাসা ভাড়া দেয়া হয় সাত থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত। আটশো খালি বাসার কিছু বাদ দিলেও মাসে যেখান থেকে সুবিধাভোগীরা হাতিয়ে নিচ্ছে অন্তত অর্ধকোটি টাকা। বিস্ময়কর হচ্ছে, এসব বাসার বিদ্যুৎ, গ্যাস, পানি বাবদ বছরে কোটি টাকা ব্যয় হচ্ছে রেলওয়ের। তবে এ নিয়ে গতানুগতিক কথা বলেই দায় সারছে কর্তৃপক্ষ। সরকারি বাসা নিয়ে এমন লুটপাট চললেও তা নিয়ে মুখ খোলার সাহস নেই রেল সংশ্লিষ্টদের।
Related Articles
ভৈরব রেলওয়ে ষ্টেশনে গাঁজা ফেন্সিডিল উদ্ধার সহ ট্রেনের গার্ড র্যাবের হাতে আটক
মোঃ শাহনুর , ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব রেল ষ্টেশনে ট্রেনের ল্যাগেজ ভ্যান থেকে গাঁজা ফেন্সিডিল উদ্ধার সহ মাদক পাচারের অভিযোগে ট্রেনের গার্ড ( পরিচালক ) নিয়াজ মাহমুদ কে আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সদস্যগণ। জানা যায়, ভৈরব রেলস্টেশনে সকাল ৮টায় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেসের তালাবদ্ধ লাগেজ ভ্যান থেকে গাঁজা ফেন্সিডিল উদ্ধার করা […]
”আমার জন্য তুমি মরোনা” চিরকুট লিখে গৃহবধুর আত্মহত্যা
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: ভৈরবে ফাঁসিতে ঝুঁলে শান্তা বেগম (২৬) নামে এক গৃহবধু আত্ম হত্যা করেছে। সে সৌদী প্রবাসী জুয়েল মিয়ার স্ত্রী। আজ সকাল এগারটার সময় ভৈরব বাজারের টিনপট্টি এলাকার হাজি করম আলী মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। জুয়েল মিয়া গত তিন মাস […]
মাছ উৎপাদনে আমরা প্রথম হতে চাই : প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি: দেশের প্রতিটি বাড়ির আশপাশের ডোবা, পুকুর ও জলাশয় ফেলে না রেখে মাছ চাষ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা খাদ্যের চাহিদা পূরণ করেছি। এখন দৃষ্টি পুষ্টির দিকে। বিল, ঝিল, হাওর, বাওর, নদী নালায় পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। মাছের চাইতে এত নিরাপদ আমিষ আর নেই। মিষ্টি পানির মৎস্য উৎপাদনে আমরা […]