নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত।
শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত চলে বিশেষ এই অভিযান। অভিযানে ডিএমপির বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়।
এক বার্তায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে দুই হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও ২০৭ গ্রাম হেরোইন ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
ডিএমপি আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা করা হয়েছে।
শনিবার মাদকবিরোধী অভিযানে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ।