জাতীয়

রাজধানীতে প্রতারক চক্রের উপদ্রপ বৃদ্ধি

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্):
ইদানিং ঢাকা মহানগরীতে চোর-প্রতারকদের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। ঢাকা মহানগরীর মতিঝিল, ফকিরাপুল, কমলাপুর, গুলিস্থান, পল্টন, যাত্রাবাড়ী, বংশাল মোড়, সদরঘাট, কোর্ট কাচারী, মহাখালী, বিমান বন্দর, উত্তরা এলাকা সমূহের চোর, পকেটমার ও প্রতারক চক্রের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধীদের ৫০ ভাগ মধ্য বয়সী ও যুবক এবং ৩৫ ভাগ কম বয়সী কিশোর, এছাড়া বাকী ১৫ ভাগ রয়েছে উঠতি বয়সের মেয়ে প্রতারক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব অপরাধীরা ফন্দি ফিকিরের উদ্দেশ্যে বিভিন্ন অজুহাতে উল্লেখিত এলাকা সমূহে ঘুরে বেড়ায়। এরা নিজেদের আসল নাম ঠিকানা ও পরিচয় গোপন রেখে ছদ্ম নাম ঠিকানা প্রকাশ করে সরলমনা যাত্রী সাধারণ ও লোকজনের সাথে মিষ্টি মিষ্টি কথা ও সদালাপ করে বন্ধুত্ব সৃষ্টি করে বিভিন্ন কাজ কর্ম তদবীর করে দেওয়ার অজুহাত সহ নানাহ অজুহাত সৃষ্টি করে সময় সুযোগে মানুষের টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। তাহাদের সঙ্গবদ্ধ দল ও গ্রæপ রয়েছে বলে জানা এসব প্রতারকদের অনেকে বিভিন্ন সরকারি অফিস আদালতে কর্মরত বলে ভ‚য়া পরিচয় দিয়েও চলাফেরা করে। এসব প্রতারকেরা খুবই বাকপুটুতা করে পুলিশ সহ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে পদস্থ কর্মকর্তারা তাদের আত্মীয় স্বজন বলে বিভিন্ন মহলে পরিচয় দিয়ে তাদের হীন উদ্দেশ্য আর স্বার্থ হাসিল করে। কখনো কখনো এসব প্রতারকেরা টহলরত সাধারণ পুলিশের কাছে পুলিশ ডিপার্টমেন্টের বড় বড় কর্মকর্তা তাদের আত্মীয় ও আপনজন বলে পরিচয় দিয়ে চলাফেরা ও তৎপরতা করতে দেখা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে এসব প্রতারকদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে অভিজ্ঞ মহলের অভিমত। এ কলামটি চলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *