আশরাফ আলী বাবু,চীফ রিপোর্ট : এপাচি(TVs) মোটর সাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় সাড়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট টেকনাফ থেকে ভৈরবে কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের মাধ্যমে পাচারের গোপন সংবাদে ভৈরবে ডেলিভারি নেয়ার সময় চক্রের ২ সদস্যকে আটক করেছে র্যাব। আজ ৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে ভৈরবে দুর্জয় মোড় এলাকায় এসএ পরিবহন (কুরিয়ার সার্ভিস) অফিসে অভিযান চালিয়ে মোটর সাইকেলটি আটক করে চাকার ভিতর লুকায়িত বিপুল পরিমান ইয়াবা, একটি মোটর সাইকেল ও নগদ ৬৫০০ টাকা উদ্ধারসহ চক্রের দুই সদস্যকে করে র্যাব সদস্যরা।
র্যাব-১৪, ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটককৃতরা নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্তেরগাঁও নামক গ্রামের মোবারক মোল্লার ছেলে তানভীর মোল্লা (২৮) ও শাহজাহান আহামদের ছেলে সৌরভ আহাম্মদ (৩০)। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। ভৈরব র্যাব ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার সোমবার বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকেদের এ তথ্য নিশ্চিত করেছেন।