ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু: কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ৯৭ টি ভারতীয় শাড়ি, ৫,০২,০০০ টি ব্যাথানাশক ট্যাবলেট ও ০১ টি পিকআপসহ ০১ জন চোরাচালান কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প । ০৮ অক্টোবর ২০২১ ইং তারিখ রাত আনুমানিক ০৪.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দূর্জয়মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালান কারবারী ১। মোঃ নাজিম মিয়া(২৬), কে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীর নিকট হতে ৯৭ টি ভারতীয় শাড়ি, ৫,০২,০০০ টি ব্যাথানাশক ট্যাবলেট ও ০১ টি পিকআপ উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় শাড়ির মূল্য অনুমান-৪,০০,০০০/- টাকা, ভারতীয় ঔষধের মূল্য অনুমান-২৫,১০,০০০/- টাকা। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে শাড়ি ও ঔষধ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে বলে ধৃত আসামী স্বীকার করে। উদ্ধারকৃত চোরা চালানকৃত মালামল এবং গ্রেফতারকৃত আসামীর বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related Articles
ভৈরবে ছিনতাইকারীর কবলে পড়ে যুবক নিঃস্ব
রফিকুল ইসলাম রুবেল: কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন জামালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গত ১৩/০৩/২০২২ইং তারিখে সন্ধ্যায় কাইয়ুম মিয়া নামে এক যুবকের কাছ থেকে ছিনতাইকারী সাইদুল্লা মিয়া পিতা-মৃত আরিজ মিয়া ও মেরাজ মিয়া পিতা অজ্ঞাত নেতৃত্বে আরও জনের ৪/৫ সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীর দল নগদ ৭২( বাহাত্তর হাজার) টাকা একটি স্মার্টফোন মোবাইল ও একটি বাইসাইকেল ছিনতাই করে নিয়ে যায় […]
ঢাকা অপহরনের ১৫ দিন পর নবাবগঞ্জ থেকে স্কুল ছাত্রী উদ্ধার
ডিএমপি বংশাল থানাধীন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে অপহরন করার পর ছাত্রীর বাবা মোঃ মির আলমগীর হোসেন বাদী হয়ে বংশাল থানায় মুহিদুর রহমান (২৭) সহ ৩জনকে অভিযুক্ত করে মামলা নং-১৬, তারিখ: ০৭-০৭-২০২২ইং মামলা দায়ের করে। উক্ত মামলাটি থানার ওসি আবুল খায়ের, থানার এসআই তম্ময় সাহাকে তদন্তভার প্রদান করেন। অতপর উপ- পুলিশ পরিদর্শক তম্ময় […]
কুলিয়ারচরে মিথ্যা অভিযোগে মেছবাহ উদ্দিন নামের এক যুবককে লোহার রড দিয়ে পা ও মুখ ভেঙ্গে দেয় প্রতিপক্ষ
মোঃ নুরুন্নবী ভূঁইয়া,কুলিয়াচর,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ- গত সোমবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় পূর্ব শত্রুতার জের ধরে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের বাগপাড়া গ্রামের মৃত মুর্শিদ মিয়ার ছেলে মেছবাহ উদ্দিন (২০) কে দেশীয় অস্ত্র দ্বারা পিটিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় হাসপাতালেন বেডে যন্ত্রনায় কাৎরাচ্ছেন। গত ৩১ জানুয়ারী কুলিয়ারচর থানায় এ ঘটনায় একটি অভিযোগ […]