সোহেলুর রহমান, স্থানীয় প্রতিনিধি:
ভৈরব উপজেলার আয়োজনে ২দিন ব্যাপী পাদুকা শিল্পের মেম্বারদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালার ১ম দিন নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল। এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও ভৈরব আওয়ামীলীগ এর সভাপতি মুক্তিযোদ্ধা জনাব সাইদুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইসরাত সাদমিন, সহকারী কমিশনার (ভুমি) জনাব আনিসুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার -ভৈরব, জাইকা প্রতিনিধি দূর্গা রাণী সাহাসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ভৈরবের পাদুকা শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরার কথা বলেন এবং সেই সাথে পাদুকা শিল্পকে আরো উন্নত করার জন্য সকলে সহযোগীতা কামনা করেন । প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য মান সম্মত পাদুকা প্রস্তুত, হাতে কলমে পাদুকা তৈরির প্রশিক্ষণ, পাদুকা শিল্পের সমস্যা সমাধান বিষয়ক আলোচনা, পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মো: মোবারক হোসেন, সহ-পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয়, ভৈরব,কিশোরগঞ্জ।