মো: রফিকুল ইসলাম রুবেল:
কিশোরগঞ্জের ভৈরবে সমাধান টিভি`র সম্প্রীতি আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২১ মে) রাতে ভৈরব শহরের আরফা চাইনিজ রেস্টুরেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সমাধান টিভির চেয়ারম্যান ও ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল লতিফ (RPC) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিটন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি ও সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: তোফাজ্জল হক, সমাধান টিভির পরিচালক ও ভৈরব মেঘনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বাবু বিমল বিশ্বাস, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ( আসক ) ফাউন্ডেশন কিশোরগঞ্জ – নরসিংদী – ব্রাক্ষণবাড়িয়া জোনাল শাখার সহ- সভাপতি হাজী মো: শাহজাহান মিয়া, সহ- সভাপতি ও সাংবাদিক এসোসিয়েশন ভৈরব উপজেলা শাখার আজীবন সদস্য মো: ফখরুল আলম রতন, মাসিক মনোমোহন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন, আসক ফাউন্ডেশন জোনাল শাখার সহ- সভাপতি মো: সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সিয়াম মিয়া, মো: সোহেল মিয়া, মো: ইকবাল হোসেন, সমাধান টিভির পরিচালক রাশেদুজ্জামান রাসেল, আসক ফাউন্ডেশন জোনাল শাখার আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট নাট্য নির্মাতা ও স্বপ্ন ছোঁয়া মিডিয়া হাউজের প্রতিষ্ঠাতা স্বপন মাহমুদ দুর্জয় , ভৈরব আনোয়ারা জেনারেল হাসপাতালের ম্যানেজার মোয়াজ্জেম হোসেন রিপন, সাংবাদিক ও মডেল আশরাফুল আলম, শাপলা টিভির সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান, আসক ফাউন্ডেশন জোনাল শাখার প্রচার সম্পাদক ও নাগর টিভি চেয়ারম্যান শামসুল মামুন, আসক ফাউন্ডেশন জোনাল শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রহিম মুশফিক, সাংবাদিক নাঈম মিয়া, আসক ফাউন্ডেশন জোনাল শাখার ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক তানজিল সরকার, সদস্য মো: বিল্লাল মিয়া প্রমূখ । অনুষ্ঠানে সার্বিকভাবে পরিচালনা করেন সমাধান টিভির বিশেষ প্রতিনিধি ও আসক ফাউন্ডেশন জোনাল শাখার সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম রুবেল।