বিশেষ প্রতিবেদন

ভৈরবে রোপা আমন ২০১৯ মাঠ দিবস অনুষ্টিত।

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
ভৈরবে উচ্চ ফলনশীল এনএটিপি-২ প্রকল্পের ২০১৯-২০ অর্থ বছরের আওতায় রোপা আমন ধানের মাঠ দিবস ২০১৯ অনুষ্টিত হয়েছে। আজ সোমবার দুপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশ শেষে আনুষ্টানিক ভাবে আমন ধান কর্তনের উদ্ভোধন করা হয়। উদ্ভোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরীফ আলম খান।

আরো আুপস্থিত ছিলেন কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা চন্দন সুত্র ধর সহ ওই এলাকার কৃষকগণ।

কৃষি কর্মকর্তা বলেন গত বছরের তুলনায় এ বছর আমন ধানের বাম্পার ফলন পাওয়া গেছে । ফলে কৃষকরা এখন অনেক খুশি। তারা আমন ধান চাষে অনেক আগ্রহী উঠেছে। এ বছর ১৪০ হেক্টর জমিতে ব্রিধান ৪৯ ও ১০ হেক্টর জমিতে ধানি গোল্ড জাতের আমন ধান আবাদ করা হয়। এতে প্রতি হেক্টর জমিতে ৫ টন করে আমনের ফলন পাওয়া গেছে। আমন জাতের ধানের জন্য এটাই একমাত্র উচ্চ ফলনশীল ধান। এ জাতের ধানে পোকা-মাকড়ের আক্রমণ অনেক কম হয়। সময় মত পরিচর্যা, সেচ ও সার সময়মত জমিতে ব্যবহার করা গেলে আগামীতে হেক্টর প্রতি ছয় থেকে সাড়ে ছয় টন ধানের ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *