মাদক অভিযান

ভৈরবে র‌্যাবের অভিযানে ৫০৫ লিটার চোলাইমদ সহ ৮ জন আটক


জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: 
কিশোরগঞ্জের ভৈরব শহরের পাত্তয়ার সংলগ্ন সুইপার কলোনী ও রবিদাস হরিজন পল্লীতে অভিযান চালায় ব্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় উদ্ধার করা হয় ৫০৫ লিটার চোলাই মদ এবং ২০০০- লিটার চোলাই মদ তৈরীর কাঁচামাল। মদ তৈরী ও সেবনের অভিযোগে দুটি মহল্লা থেকে এক মহিলা সহ আট জন কে আটক করে মাদক আইনে মামলা দিয়ে ভৈরব থানায় হস্থান্তর করে র‌্যাব। সোমবার বিকাল ৪টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ ১০ বছর পর হরিজন পল্লীতে অভিযান পরিচালিত হলো । আটককৃতরা হলো: অলোক রায় (৩৫), ঝর্ণা রানী (৪০), কাজল লাল (৩০), জনি রবিদাস (১৯), সঞ্জিব বাজপোর (২০), মোঃ শরাফত আলী (৫০), মোঃ রুবেল মিয়া ও মোঃ সাদির মিয়া(৫০) ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৪ টা থেকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন যোবায়েরের নেতৃত্বে সুইপার কলোনী ও রবিদাস হরিজন পল্লীতে অভিযান চালিয়ে ৩ জন সেবনকারী সহ আট জন কে আটক করে র‌্যাব। এ ব্যাপারে আটককৃতদের বিরূদ্ধে বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *