সোহেলুর রহমান, ভৈরব প্রতিনিধি: ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে ২৮ লাখ ৩৭ হাজার ৫১০ টাকা মূল্যমানের বৈদেশীক মুদ্রা পাচার কালে মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। মনির হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানাধিন হাসনাবাদ নয়াহাটির জসিম উদ্দিনের ছেলে। গতকাল বুধবার রাত আটটার সময় ষ্টেশনের প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বিপিএম এর নেতৃত্বে পুলিশ ঢাকাগামী মহানগর ট্রেনের নির্দিষ্ট কামরায় অভিযান চালায়। তথ্যমতে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ২৮ লক্ষ ৩৭ হাজার ৫১০ টাকা মূল্যমানের বিভিন্ন মানের মুদ্রা জব্দ করে পুলিশ। জব্দকৃত মুদ্রাগুলি আমেরিকা, চায়না, সিংগাপুর, ওমান, মালয়শিয়া, সৌদী আরব, ইংল্যান্ডসহ মোট ১০টি দেশের মুদ্রা। মনির হোসেন মূলত একজন ব্যবসায়ী। কাপড়ের ব্যবসার আড়ালে সে দীর্ঘদিন যাবত এ হুন্ডি ব্যবসা করে আসছিল বলে পুৃলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে আটককৃত মনির হোসেনকে কিশোরগঞ।জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Related Articles
নরসিংদীর বেলাবতে পেনসনের বই চুরি করে টাকা উত্তোলন করে নিয়েছে কর্মকর্তারা।
রাজু মিয়া, নরসিংদী প্রতিনিধি: ৬/২/১৯ তারিখে নরসিংদীর বেলাব উপজেলার হিসাব রক্ষক এর কার্যালয়ে ঘটে এই ঘটনা। মোছাঃ হাজনারা বেগম নামে এক মহিলা ঘটনার দিন সকাল ১০ ঘটিকার সময় উপজেলা হিসাব রক্ষক অফিসে পেনসনের বই সই করাতে গেলে হিসাব রক্ষক কর্মকর্তা স্যার অফিসে নেই বলে, অফিসের পিয়ন রুহুল আমিন তার কাছ থেকে পেনসনের বই রেখে […]
আর কত রোকসানা কে হত্যা করলে এইদেশ থেকে যৌতুক বন্ধ করবেন?
মো: ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান প্রতিনিধি: আফসোস এইদেশে এখনো যৌতুকের জন্য স্ত্রী হত্যা বন্ধ করা হলোনা। প্রায় ৩০ টি বছর রাষ্ট্রপ্রধান দুই জন নারী, কিন্তু তবুও এইদেশের অসহায় নারীদের ভাগ্য পরিবর্তন হলোনা। যুগের পর যুগ এইদেশে নারীরা স্বামীর বাড়ির বিভিন্ন চাহিদা মিটিয়েই স্বামীর বাড়িতে থাকতে হয়! একটু ভাবলে এর হিসাবই মিলানো যায়না! কারণ মানুষ যেকোনো […]
কটিয়াদিতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব
মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদি থেকে চাঞ্চল্যকর অবসর প্রাপ্ত আনসার নূর মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত একজন আসামীকে গ্রেফতার করেছেন র্যাব-১৪,সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। অস্ত্র, জঙ্গি, মাদক, সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের কর্মকান্ড প্রতিরোধের জন্য দেশব্যাপী […]