জাতীয়

ভৈরবে বিশ্ব বিদ্যায়ের ছাত্রদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান চালুর দাবীতে মানববন্ধন ও প্রতিকী ক্লাস

মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ আজ সকাল ১১ টায় ভৈরবের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিকী ক্লাস ভৈরর দূর্জয়মোড় নূরানী মসজিদের সামনে স্বাস্থ্য বিধি মেনে চালু করার দাবী রেখে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের ছাত্র নেতাদের মধ্যে সায়েম  জামান,তৌফিকুল ইসলাম, শরিফুল হক জয়,কাইসার আহমেদ,মোজাক্কির আজাদ,মনির ভূইয়া, ইসরাত কবির জেসি,

প্রতিকী ক্লাস ও মানববন্ধন কে সমর্থন জানিয়ে মিডিয়ায় সাক্ষাৎকার প্রদান করেন ন্যাশনাল প্রেসসোইটি (এনপিএস)  সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বিএমএসএফের ভৈরব উপজেলা শাখার সভাপতি মোঃ ছাবির উদ্দিন রাজু,আরো  উপস্থিত ছিলেন গাজী টিভি ও দৈনিক ভোরের ডাকের ভৈরব প্রতিনিধি এম এ হালিম, ছাত্রনেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোফাচ্ছির আজাদ,আশরাফুল আলম,মোমেন খন্দকার অপি,কামরুল হাসান,মোঃ ইয়াসিন, নাসার মাহমুদ জাহিন,মোজাক্কির আজাদ সহ কিছু অভিভাবক  বৃন্দ। ছাত্রনেতারা সেখানে প্রতিকী ক্লাস করে জনতাকে দেখান।

বক্তাগণ বলেন শিক্ষা ব্যবস্থা এখন হুমকির মুখে,কলকারখানা, বাস,রেল,মার্কেট সহ সকল কিছু যদি স্বাস্থ্য বিধি মেনে চলতে পারে তবে শিক্ষা প্রতিষ্ঠান কেন চলতে পারবেনা,তারা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী কাছে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য বিধি মেনে চালু করার দাবী জানান।

অন্যতায় সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *