জাতীয়

দুই দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৫

চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল আজিম বলেন, “গত দুই দিনে শুধু এ হাসপাতালেই ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

“তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠঅনো হয়েছে।”

এছাড়া বিভিন্ন সেরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার সকালে চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অন্তত চারজন চাঁদপুরে বসবাস করেন। অন্যরা ঢাকা ও চট্টগ্রাম থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসে এই হাসপাতালে ভর্তি হয়েছেন।এতে জন গন আতংকিত

এজন্য চাঁদপুর পৌরবাসী কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন।

শহরের ষোলঘর এলাকার বাসিন্দা মো. আরিফ বলেন, “শহরের রাস্তাঘাটগুলো ময়লা-আবর্জনায় ভরপুর। ঠিকমত পরিষ্কার করা হয় না।”

পৌরসভার পক্ষ থেকে মশা নিধনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন শহরের হাজি মহসিন রোড এলাকার বাসিন্দা বাদল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *