রাজনীতি

ভৈরবে বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ এর নির্বাচন সম্পূর্ণ

মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ

ভৈরবে ৪ দশকের ঐতিহ্যে, সংস্কৃতির ধারক ও বাহক, সংগঠনের আতুর ঘর খ্যাত ছাত্র সংগঠন-

“বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ভৈরব”-এর ৩য় প্রত্যক্ষ “২০২২-২৩ পরিষদ নির্বাচন ” সফলভাবে পরিচালিতহয়।ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব এর আসন্ন ২০২২-২০২৩ কার্যকরী পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী দুজন হল নাসার মাহমুদ জাহিন ১ নং ব্যালেট (আওয়ামীলীগ) প্রতিদ্বন্দ্বী নাদিম জামান ২ নং ব্যালেট(বিএনপি) স্থান ভৈরব জিল্লুর রহমান পৌর মিলনায়তন।

সভাপতি পদ ছাড়া সবগুলি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এই উপলক্ষে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে আলোচনা সভা ও নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ভৈরব উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান,সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক,সংসদের সদস্য সহ ছাত্রছাত্রীদের অভিভাবক, রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ,সাংবাদিক এবং বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *