মো:শাহনুর,ভৈরব প্রতিনিধি।।
ভৈরবে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মরম আলী নামে আন্ত:জেলা ডাকাত সর্দার নিহত হয়েছে।পুলিশের ৬জন সদস্য আহত হয় ঘটনাস্থল থেকে এলজি (লোকাল গান) অস্ত্র, দু’টি রাম দা, ৫ রাউন্ড গুলি, ২৫ বোতল ফেন্সিডিল ও ১০০পিস ইয়াবা উদ্ধার করেন। নিহত মরম আলী বাজিতপুর উপজেলার দুলালপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। সে ভৈরব শহরের কালিপুর গ্রামে বসবাস করতেন। আজ রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভৈরব, আশুগঞ্জ ও সরাইলসহ আশ-পাশের থানায় ডাকাত সর্দার মরম আলীর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও ধর্ষণের প্রায় এক ডজন মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত উপজেলার চাঁনপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ডাকাতরা পুলিশের উপর এলোপাতারি গুলি ছুঁড়ে। আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয় এবং পুলিশের দুই সাব ইন্সপেক্টর সহ ৬জন সদস্য আহত হয়। পরে আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুলিবিদ্ধ ডাকাতকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।