জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি-এই স্লোগানে আজ সোমবার থেকে ভৈরবে শুরু হয়েছে দুইদিনের আয়কর মেলা। ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন কর অঞ্চল-৫, ঢাকার কর কমিশনার সোয়ায়েব আহমেদ।
উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কর কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া, ভৈরব চেম্বারের সভাপতি আলহাজ্ব মো: হুমায়ূন কবির।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আয়করকে দেশের উন্নয়নের অক্সিজেন বলে আখ্যায়িত করে বলেন, অক্সিজেন ছাড়া যেমন একজন মানুষ বেঁচে থাকতে পারেন না, তেমনি আয়কর ছাড়া সরকারের কোনো উন্নয়ন হয় না। তাই দেশের উন্নয়ন চাইলে, আমাদের আয়কর দিতে হবে।
কর অঞ্চল ভৈরব সার্কেলের সহকারী কর কমিশনার মো: আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কর পরিদর্শক মো: মুর্শেদ আলম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভৈরব প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক সামসুজ্জামান বাচ্চু, ট্যাক্সেস বার এসোসিয়েশন ভৈরবের সহ-সভাপতি এডভোকেট মুস্তাক হোসেন, সদস্য এডভোকেট মাহমুদুল ইসলাম জানু, সেরা করদাতা হাজী মো: ফুল মিয়া প্রমূখ।