মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের লক্ষীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও ঘর বাড়ী ভাংচুর করা হয়েছে। এসময় মোরাদ মিয়া সহ আরো ৪জন আহত
হয়েছে। ৩রা অক্টোবর দুপুরে কাউন্সিলর মোশাররফ হোসেন মিন্টুর লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে পরাজিত কাউন্সিল প্রার্থী মোশাররফ হোসেনের বাড়ি ঘরে হামলা চালিয়ে অন্তত ১০ ঘরওদোকান ভাংচুর করেছে বলে অভিযোগ করেছে মোশাররফ হোসেন। এসময় তার এক ভাই কে মিন্টু মিয়ার লোকজন মারাত্মক রক্তাক্ত জখম করেছে বলেও জানায় সে।
মূল ঘটনা জানতে চাইলে পরাজিত কাউন্সিল মোশাররফ হোসেন জানায় গত ২৯ সেপ্টেম্বর সারা দেশে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সারা দেশে ভোটার আইডি কার্ড দিয়ে রেজিষ্টেশন করে টিকা গ্রহণের নির্দেশনা থাকলেও ৬ নং ওয়ার্ডে ঘটে তার ব্যতিক্রম ঘটনা। কাউন্সিলর মোশাররফ হোসেন মিন্টুর স্বাক্ষর করা টোকেন থাকলেই মিলত টিকা। টোকেন না থাকলে ভোটার আইডি নিয়ে গেলেও রেজিষ্ট্রেশন করা হতো না। উক্ত ঘটনার প্রতিবাদ করায় ঐ দিন কাউন্সিলর মিন্টুর সাথে আমার বাক বিতন্ড সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল শনিবার দিবাগত রাতে মিন্টুর শ্যালক আলামিন মদ্যপান করে কতিপয় বকাটেদের নিয়ে গিয়ে আমার কফি হাউজের নাইট গার্ড কে মারধর করে। পরে আমি এ বিষয়ে কাউন্সিলর মিন্টুর চাচাত ভাই মাকদুম মোল্লার নিকট বিচার প্রার্থী হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার বাড়ি ঘরে হামলা চালায়।
অপর দিকে জানা যায় আজ সকালে কাউন্সিলর মিন্টু সমর্থক তার জের ধরে আজ সকালে মহসিন কে মারধর সহ তার বাড়ীতে হামলার অভিযোগে দুই পক্ষের সমর্থকের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই সময় বেশ কিছু বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়
এবিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু বলেন সে নির্বাচনে পরাজিত হবার পর থেকে আমাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে আমি কি ভাবে কাউন্সিলর গিরি করি সে দেখে নেবে। গত ২৮ তারিখে গনটিকা কার্যক্রমে সে বাধা প্রদান করে আজ সকালে আমার এক সমর্থক কে সে মারধর করেছে। এই ঘটনার নিউজ করতেগেলে সাংবাদিক লান্চিত হয়,পুলিশের দ্বারা একজন আওয়ামীলীগের নেতা আহত হয়,ভৈরব পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুঃখ প্রকাশ করেছেন।
মিন্টু মিয়া বলেন এই ঘটনার ব্যাপারে আমি থানায় দুটি সাধারণ ডায়েরি করেছি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃশাহিন বলেন ঘটনার খবর পেয়ে আমি সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে যায়।এই সময় মারমুখী জনতা মৃদু লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।বর্তমানে পরিস্থিতি শান্ত আছে,