জীবনযাপন

কিশোরগঞ্জের ভৈরবে শারদীয় দূর্গাপুজা উদযাপনে প্রসানের নিরাপত্তার দেওয়ার সভা অনুষ্ঠিত

মোঃ ছাবির উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ভৈরবে আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপনে পূজা উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার(৫ অক্টোবর)দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক আহম্মেদ সৌরভ,ভৈরব উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী জিতেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী চন্দন কুমার দাস প্রমূখ।

ভৈরবে এ বছর২০ টি পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। সভায় দূর্গা পুজা যেন শান্তিতে ও সুষ্ঠুভাবে পালন করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর টিম,ফায়ার সার্ভিস,মোবাইল কোর্ট সার্বক্ষণিক মাঠে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিদ্যুতের লোডশেডিং য়ের বিপরীতে জেনারেটর ব্যবহারের ও নির্দেশনা দেয়া হয়।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান,পূজামন্ডবে সরকারি সগযোগিতা প্রদানের চেষ্টা অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *